MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ক ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স – ২০২১ আয়োজন

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স – ২০২১ আয়োজন করে, যেখানে মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ক আলোচনা করা হয়। কোভিড-১৯ পরবর্তী নিউ নরমাল পরিস্থিতিতে, ঢাকা ভিত্তিক শাখা ব্যবস্থাপকদের ও জৈষ্ঠ্য ব্যবস্থাপনার সদস্যদের সরাসরি অংশগ্রহণে স্যামসন এইচ. চৌধুরী অডিটরিয়াম, এমটিবি এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ এই সম্মিলন অনুষ্ঠিত হয়। অন্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে ভার্চুয়্যালি এই সম্মিলনে যুক্ত হন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সহকারী প্রধান, মোঃ মাসুদ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর মহাব্যবস্থাপক, এ.বি.এম. জহুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে এই সম্মিলনে অংশগ্রহণ করেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই সম্মিলনে হোস্টের ভূমিকা পালন করেন। এমটিবি ম্যানেজমেন্ট কমিটি ও সেন্ট্রাল কমপ্ল্যায়ান্স কমিটির সদস্যবৃন্দ সহ গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স ও মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস এই সময় উপস্থিত ছিলেন। রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, এমটিবি অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন