MTB Logo

এমটিবি ফিলোসফি টুয়ার্ডস সিএসআর

একটি ব্যবসা কেবলমাত্র তখনই টেকসই হয়ে উঠতে পারে যখন তা পরিবেশ এবং এর বিকাশের কথা মাথায় রেখে পরিচালনা করা হয়। সিএসআর এমন একটি মাধ্যম যা স্টেকহোল্ডার , পরিবেশ এবং সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদী মূল্য স্থাপন করে এবং টেকসই ব্যবসায়ের দিকে এগিয়ে নিয়ে যায়। এমটিবি বিশ্বাস করে যে একটি দায়িত্বশীল এবং টেকসই ব্যবসায়িক সংস্থা হতে অবশ্যই তার স্টেকহোল্ডারদের - অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্বার্থের কথা মাথায় রেখে দায়িত্বশীলতার সাথে আগাতে হবে।আজ আমাদের পরিবেশরক্ষার সচেতন আচরণই পারবে আগামীর ভবিষ্যৎকে উন্নতও সুন্দর করতে।

শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় উদ্যোগের জন্য এমটিবি সর্বদাই অগ্রাধিকার দিয়ে থাকে।টেকসই ব্যবসায়ের মৌলিক প্রত্যয়ই আমাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রধান কৌশল যা সম্প্রদায়কে শক্তিশালীকরণের লক্ষ্যে সুশাসন এবং সামাজিক অগ্রাধিকারের মাধ্যমে একীভূত করে।

সিএসআর মেজর হাইলাইটস (সেক্টর ওয়াইজ)

এমটিবি "ব্রেভারী এন্ড কারেজ" অ্যাওয়ার্ড:

২০১২ সালে শুরু হওয়া এমটিবি "ব্রেভারী এন্ড কারেজ" অ্যাওয়ার্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবন রক্ষাকারী সাহসী কার্যক্রমকে স্বীকৃতি প্রদান করা হয়।এই পুরষ্কারটির মূলত তাদের জন্য যারা নিঃস্বার্থভাবে অন্যের জীবনকে নিজের জীবনের চেয়েবেশি প্রাধান্য দেয় এবং সাহসী কার্যক্রমে তা প্রকাশ করে। বিগত বছরগুলোতে এমটিবি এমনি কিছু সাহসী ও নিঃস্বার্থ ব্যক্তিত্ব এবং তাদের পরিবারকে এমটিবি "ব্রেভারী এন্ড কারেজ" অ্যাওয়ার্ড দ্বারা পুরস্কৃত করেছে। ২০১৯ সালের ২৮শে মার্চ, বনানীর এফআর টাওয়ারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত দমকলকর্মী প্রয়াত সোহেল রানার পরিবারকে ৮ম এমটিবি "ব্রেভারী এন্ড কারেজ" পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হয়।

এমটিবি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি পঞ্চাশ লাখ টাকার চেক হস্তান্তর

২০১৯ সালের ১লা এপ্রিল গণভবনের একটি অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকর্মকর্তা আনিস এ খান ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসাবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এক কোটি পঞ্চাশ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে “মেধা” বৃত্তি বিতরণ

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসাবে “মেধা” বৃত্তির মাধ্যমে কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০০,০০০ / - টাকার সম্মাননা প্রদান করা হয় । কুষ্টিয়া জেলা পরিষদের সিইও এবং উপ-সচিব মুন্সী মোঃ মনিরুজ্জামান ২০১৮ সালের ২৯ জুলাই, কুষ্টিয়ার একটি স্থানীয় কনভেনশন সেন্টারে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। "মেধা" কুষ্টিয়া ভিত্তিক একটি নন -প্রফিটেবল সংস্থা,যা এ এলাকার শিক্ষার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছে।. ইঞ্জিনিয়ারখন্দকারসালাহউদ্দিন, সভাপতি, মেধা; আজম খান, গ্রুপেরচিফকমিউনিকেশন অফিসার; মোহাম্মদ নাসিরউদ্দিন, ম্যানেজার ; এমটিবি কুষ্টিয়া শাখা, শিক্ষক, তাদের অভিভাবকগণ সহ স্থানীয় বরেণ্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে ২০১৫ সাল থেকে এমটিবি “মেধা”এর মাধ্যমে কুষ্টিয়ায় এবৃত্তি বিতরণ করে আসছে।

অন্ধ শিক্ষা ও পুনর্বাসন উন্নয়ন সংস্থা (বার্ডো)

২০১৮ সাল থেকে এমটিবি ও বার্ডো, বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী সম্প্রদায়ের উন্নয়নে একত্রে কাজ করে যাচ্ছে। এমটিবি এবং ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভলপমেন্ট সংস্থা (বার্ডো) সম্প্রতি দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের সহায়তার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বার্ডোর নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হক এবং এমটিবি গ্রুপের চিফ কমিউনিকেশনস অফিসার আজম খান ২০১৮ সালের ২রা জুলাই, মিরপুরে অবস্থিত বার্ডোর কার্যালয়ে অনুষ্ঠিত একটি সাধারণ অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ স্মারক স্বাক্ষর করেছেন।

এমটিবি ফাউন্ডেশন সাপোর্ট মনোমেলা ফাউন্ডেশন

সম্প্রতি এমটিবি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে স্কুলের পরে শিক্ষা কার্যক্রম, হেলথ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং কৃষকদের জন্য জৈব কৃষিক্ষেত্রে প্রশিক্ষণ কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ খাতে তাদের প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে মনোমেলা ফাউন্ডেশনের কাছে ৩,০০,০০০/ - টাকা হস্তান্তর করেছে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত একটি সাধারণ অনুষ্ঠানে মনোমেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর রহিমের কাছে এই চেক হস্তান্তর করেন।

এমটিবি - ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড (সিসিসিএল) - এ কম্বল হস্তান্তর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসাবে সম্প্রতি ক্যাডেট কলেজ ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শীত-ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য অনুদান প্রদান করা হয়।ক্যাডেট কলেজ ক্লাবে আয়োজিত একটি সাধারণ অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) অবকাঠামো বিভাগের প্রধান অমিতাভ কায়সার, ক্যাডেট কলেজ ক্লাবের প্রেসিডেন্ট , এসিএসসি (অবসরপ্রাপ্ত) গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ আলমগীর কম্বলের টোকেনের নমুনা প্রদান করা হয়েছে।এম মুসলেহ উজ জামান, সহ-সভাপতি ও ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের (সিসিসিএল) সেক্রেটারি জেনারেল জসিম মোহাম্মদ আল-আমিন এবং স্ট্রাকচার্ড ফাইনান্স ইউনিটের প্রধান মোঃ এহতেসাম রহমান এবং এমটিবি গ্রুপের কমিউনিকেশন বিভাগের উপ-প্রধান সামিয়া চৌধুরী সহ উভয় সংস্থার অন্যান্য সিনিয়র কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন