MTB Logo

এমরিওয়ার্ডজ একটি লয়ালিটি প্রোগ্রাম যা এমটিবি ক্রেডিট কার্ডের ব্যবহারের উপর ভিত্তি করে গ্রাহককে পুরস্কৃত করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক সকল পিওএস এবং অনলাইন ট্রাঞ্জেকশনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট উপহার পাবেন। জমানো পয়েন্টগুলো কিভাবে ব্যবহার করবেন, সেটি সম্পূর্ণ গ্রাহকের উপর নির্ভর করে। চাইলে তা দিয়ে আপনি ভ্রমণের জন্য আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ ফ্লাইট বুক করতে পারেন, আপনার প্রিয় দোকানের গিফট ভাউচার নিতে পারেন, স্বপ্নের রিসোর্টে গিয়ে বিনামূল্যে ঘুরে আসতে পারেন, প্রিয়জনকে গিফট কার্ড উপহার দিতে পারেন, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারেন… আরও কত কি!

এমটিবি’র ক্রেডিট কার্ডের গ্রাহক হিসেবে এই প্রোগ্রামে আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যেতে পারবেন এবং সেটিও একেবারে ফ্রি’তে!!!

শুধু আপনার অ্যাকাউন্টটি এমরিওয়ার্ডজ পোর্টালটি সক্রিয় করুন

আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করতে এমরিওয়ার্ডজ অনলাইন এ ক্লিক করুন। এবং সাথে সাথে আপনার পয়েন্ট বুঝে নিন।

কিভাবে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া সম্ভব?

মটিবি ক্রেডিট কার্ডের গ্রাহকগণ নিম্নলিখিত অনুপাতে রিওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকেনঃ

  • ৫০ টাকা অথবা ১ ইউএস ডলার= ১ রিওয়ার্ড পয়েন্ট (ক্লাসিক/ সিলভার/ গোল্ড/ প্লাটিনাম/ টাইটেনিয়াম ক্রেডিট কার্ড গ্রাহকদের ক্ষেত্রে)
  • ৫০ টাকা অথবা ১ ইউএস ডলার= ২ রিওয়ার্ড পয়েন্ট (সিগনেচার এবং ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে)

নির্ধারিত শর্তসমূহ

  • শুধুমাত্র ব্যক্তিগত ও অ-বাণিজ্যিক ট্রাঞ্জেকশনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে। লেনদেনটি যদি কোনভাবে বাণিজ্যিক প্রমাণিত হয়, তাহলে ব্যাংকে রিওয়ার্ড পয়েন্টসমূহ বাতিল করতে পারে।
  • ওয়ালেট ট্র্যান্সফারে কোন রিওয়ার্ড পয়েন্ট যুক্ত হবে না (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি)
  • কোন নির্দিষ্ট ট্র্যাঞ্জেকশন বা নির্দিষ্ট কোন মার্চেন্ট অথবা মার্চেন্ট ক্যাটাগরিতে ট্র্যাঞ্জেকশনের ক্ষেত্রে ব্যাংক রিওয়ার্ড পয়েন্ট প্রদান কিংবা প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্ট বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি কোন ট্র্যাঞ্জেকশন/ লেনদেন পরিবর্তিত হয়, সেক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রেও পরিবর্তন আসবে।
  • কেবলমাত্র প্রাইমারি কার্ডহোল্ডারের একাউন্টই রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহের জন্য একক একাউন্ট হিসেবে পরিগণিত হবে। পরিপূরক/ সাপ্লিমেন্টারি কার্ডের মাধ্যমে করা লেনদেনের ক্ষেত্রেও প্রাপ্ত পয়েন্টগুলো সেই একক একাউন্টেই যুক্ত করা হবে। শুধুমাত্র প্রাইমারী কার্ডহোল্ডারেরা এমরিওয়ার্ডজ পোর্টালে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • শুধুমাত্র প্রাইমারি কার্ডহোল্ডারই রিওয়ার্ড পয়েন্ট ভাঙ্গানোর/পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।
  • যদি রিওয়ার্ড ভাঙ্গানো/ রুপান্তর না করা হয় সেক্ষেত্রে পয়েন্টগুলো ৩ বছরের মধ্যে মেয়াদোত্তীর্ণ বলে বিবেচিত হবে (পয়েন্ট জমা হওয়ার তারিখ থেকে)।
  • কার্ড ক্লোজ/ বন্ধ করলে রিওয়ার্ড পয়েন্টও বাতিল করা হবে।
  • ক্লাসিফাইড একাউন্টের ক্ষেত্রে কখনও কখনও জমাকৃত পয়েন্ট বাতিল হতে পারে অথবা ক্রেডিট কার্ডের বিল ব্যবহৃত হতে পারে।

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন