MTB Logo

এমটিবি প্রোটেকশন প্ল্যান (এমপিপি), বাংলাদেশের প্রসিদ্ধ বীমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের অধীনে কার্ড গ্রাহকদের জন্যে একটি বীমা সুবিধা। এই সুবিধার অধীনে একজন ক্রেডিট কার্ড গ্রাহক যদি মৃত্যুবরণ করেন বা স্থায়ীভাবে সম্পূর্ণ শারীরিক সক্ষমতা হারান, তবে তার বকেয়ার (সর্বোচ্চ ৪০ লাখ/৪ মিলিয়ন টাকা) চারগুণ পর্যন্ত বীমা কভারেজ পেতে পারবেন। সেক্ষেত্রে, কার্ডের গ্রাহকের বকেয়াগুলো নিস্পত্তি হবে এবং তার মনোনীত সুবিধাভোগীরা (এক বা অধিক) বাকি অর্থ পাবেন।

একজন গ্রাহকের কার্ড ইস্যু হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে তাকে এমপিপি সেবায় অন্তর্ভুক্ত করা হবে। তবে সার্ভিসটি বাতিল করতে চাইলে গ্রাহককে আমাদের ২৪/৭ যোগাযোগ কেন্দ্রে ফোন করতে হবে।

গ্রাহক ৬৫ বছর বয়স পর্যন্ত এই এমপিপি সার্ভিসে অন্তর্ভুক্ত থাকতে পারবেন, এরপর স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যাবে।

শুধুমাত্র মূল ক্রেডিট কার্ড গ্রাহক এই সেবার আওতাভুক্ত।নিচের টেবিলটিতে ঘটনাভেদে বিভিন্ন ক্রেডিট কার্ডে বীমা কভারের চিত্র তুলে ধরা হলোঃ

ঘটনা বীমা কভারেজ ক্রেডিট কার্ড
গ্রাহকের সাধারণ মৃত্যুর ক্ষেত্রে ক্রেডিট কার্ডের অপরিশোধিত অর্থের দ্বিগুণ বীমা কভারেজ (সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত) সব ধরনের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য
দূর্ঘটনায় গ্রাহকের মৃত্যু হলে ক্রেডিট কার্ডের অপরিশোধিত অর্থের চারগুন (সর্বোচ্চ ২০ লাখ টাকা) ভিসা ক্লাসিক/ গোল্ড/ প্লাটিনাম / মাস্টারকার্ড ক্লাসিক/গোল্ড/ টাইটেনিয়াম
ক্রেডিট কার্ডের অপরিশোধিত অর্থের চারগুন (সর্বোচ্চ ৪০ লাখ টাকা) ভিসা সিগনেচার এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ড
গ্রাহক স্থায়ীভাবে অক্ষম হলে ক্রেডিট কার্ডের অপরিশোধিত অর্থের দ্বিগুণ (সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত) সব ধরনের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য

চার্জ সমূহ

ভিসা ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম এবং মাস্টারকার্ড ক্লাসিক, গোল্ড, টাইটেনিয়াম মাসিক বিবৃতিতে প্রদর্শিত হিসাবে বকেয়া অর্থের ০.৩৫%
ভিসা সিগনেচার এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ড কমপ্লিমেন্টারি

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন