MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সৈয়দ রফিকুল হক-এর পদোন্নতি

সৈয়দ রফিকুল হক সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। অক্টোবর ২১, ২০১৩ সালে এমটিবিতে যোগদানের পর থেকে সৈয়দ রফিকুল হক ব্যাংকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি ১৯৯৮ সালে ইষ্টার্ণ ব্যাংক-এ যোগদান করেন।

হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী লাভ করার পর ব্যবসায় প্রশাসন ইন্স্টিটিউট (আইবিএ, ঢাবি) থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন এবং ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংক লিঃ-এ প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। সে সময় হক বিভিন্ন ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং শাখা ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যাংকিং ইন্ড্রাষ্ট্রিতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার হিসেবে পরিচিত হক জার্মানীর ফ্র্যাংকফূর্ট-এ কমার্জব্যাংক এবং ইতালির মিলানে ইউনিক্রেডিট ব্যাংকসহ বিভিন্ন দেশী-বিদেশী ব্যাংক থেকে প্রশি¶ণ লাভ করেছেন। হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ মাজহারুল হক এবং বেগম হালিমা হকের জ্যেষ্ঠ পুত্র।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন