MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি অর্জন করল ১৯তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যান্যুয়াল রিপোর্টস্ ২০১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ১৯তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যান্যুয়াল রিপোর্টস্ ২০১৮ গ্রহণ করেছে। গত ৩০ নভেম্বর, ২০১৯ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর পক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী , টিপু মুন্সি-এর হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র চীফ ফাইন্যান্সিয়্যাল অফিসার (সিএফও), সৈয়দ আবুল হাশেমসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন