MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবারকে এমটিবি ফাউন্ডেশন-এর ১৫তম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ১৫তম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের জীবন রক্ষার প্রচেষ্টায় জীবন উৎসর্গকারী মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম, মাহফুজা খাতুন ও মাসুমা বেগম-এর পরিবারকে। গত ২১ জুলাই ২০২৫ তারিখে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের নিঃস্বার্থ সাহসিকতা বহু শিক্ষার্থীর জীবন রক্ষা করে এবং মানবতা ও মাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

এক অনাড়ম্বর আয়োজনে এমটিবি কর্পোরেট হেড অফিস, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় মরহুমদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি গ্রুপ চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক, খাজা নার্গিস হোসেন ও স্বতন্ত্র পরিচালক, শিব নারায়ণ কৈরী; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দিন আহ্‌মাদ এবং এমটিবি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, সামিয়া চৌধুরী।

উল্লেখ্য, অদম্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ নিঃস্বার্থ ও নির্ভীক মানুষদের এবং তাঁদের পরিবারবর্গকে সম্মান জানাতে এমটিবি ফাউন্ডেশন ২০১২ সালে “ব্রেভারি এন্ড কারেজ অ্যাওয়ার্ড”-এর প্রচলন করে।

« নিউজ এ ফিরে যান