MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

সকলের দোরগোড়ায় কেনাকাটার পেমেন্ট সুবিধা নিশ্চিত করতে প্রথমবারের মতো সর্বস্তরে ‘বাংলা কিউআর’ চালু করলো মাস্টারকার্ড, এসএসএলকমার্জ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ঢাকা, বাংলাদেশ, ৩১ আগস্ট, ২০২১: মাস্টারকার্ড এবং পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ সম্প্রতি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো হোয়াইট লেবেল কুইক রেসপন্স (কিউআর) অ্যাকুয়ারিং প্ল্যাটফর্ম চালু করেছে। ‘হোয়াইট লেবেল কিউআর’ হলো একটি কোডভিত্তিক ইন্টারঅপারেবল পেমেন্ট অ্যাকসেপ্টটেন্স সুল্যশন, যেটি বাংলা কিউআর নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণের আরো বেশি সুযোগ তৈরি করবে। এর ফলে “লেস ক্যাশ সোসাইটি” গড়ে তোলার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

এর আগে, ২০১৯ সালে এমটিবি’র মোবাইল ব্যাংকিং অ্যাপে বাংলা কিউআর কোড চালু-তে পাইওনিয়ার ভূমিকা পালন করেছিল মাস্টারকার্ড ও এমটিবি। এবার নতুন সুবিধা যোগ হবার ফলে ব্যবহারকারীদের জন্য কিউআর-ভিত্তিক লেনদেন আরো সহজ হবে, যেখানে যেকোনো মাস্টারকার্ড ব্যবহারের মাধ্যমে তারা রিয়েল-টাইম কনটাক্টলেস পেমেন্টের সুযোগ পাবেন।

এসএসএল-এর হোয়াইট লেবেল অ্যাকুয়ারিং সুল্যশনের ‘স্ক্যান টু পে’ অপশনের মাধ্যমে ব্যবসায়ী সহ সারা দেশের মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা আরো সহজ ও দ্রুততার সঙ্গে কিউআর কোডভিত্তিক লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে লেনদেন সম্পন্ন করার জন্য ব্যবহারকারীদেরকে তাদের ব্যাংক অ্যাপে মাস্টারকার্ড কিউআর অপশনে প্রবেশ করে মার্চেন্ট ওয়েবসাইট বা চেকআউট কাউন্টারে প্রদর্শিত নির্দিষ্ট কোডটি স্ক্যান করতে হবে। এরপর তারা যে পরিমাণ অর্থ পরিশোধ করতে চান, সেটি উল্লেখ করলেই লেনদেনটি সম্পন্ন হবে।

এসএসএলকমার্জের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সাইফুল ইসলাম বলেন, “এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি নতুন অধ্যায় শুরু করলাম। এসএসএলকমার্জ, বাংলাদেশের সর্ববৃহৎ পেমেন্ট সলিউশন প্রদানকারী হিসেবে, সবসময় দেশে ব্যবসার মানোন্নয়নে সবচেয়ে আধুনিক ডিজিটাল পেমেন্ট সলিউশন দিয়ে আসছে। এই যাত্রায় মাষ্টারকার্ড এবং এমটিবি-কে আমাদের সহযোগী হিসেবে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। কিউআর পেমেন্ট একটি আধুনিক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এটির জন্য বিক্রেতাদের দোকানে আলাদা করে কোন ডিভাইস বা প্রিন্টার রাখতে হবে না, এমনকি বিদ্যুৎ না থাকলেও কোন সমস্যা নেই। শুধুমাত্র একটা কিউআর কোড কাগজে ছাপিয়ে রেখে দিলেই হবে, যা মোবাইল দিয়ে স্ক্যান করে ক্রেতারা পেমেন্ট করতে পারবেন। সামনের দিনগুলোতে একজন ক্রেতা সামান্য টং দোকানের চায়ের বিল অথবা বাসার পাশের মুদি দোকানের বিলও কিউআর স্ক্যান করে দিতে পারবেন। কারণ ক্রেতারা তাদের মোবাইল ফোনে থাকা ব্যাংকের অ্যাপ দিয়ে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। তাই ক্রেতার সাথে কোন কার্ড বা নগদ অর্থ না থাকলেও কিউআর পেমেন্ট করতে কোন অসুবিধা হবে না। কিউআর পেমেন্ট সেবার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা লাখো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, সরবরাহকারী, ডিস্ট্রিবিউটর এবং কারখানা মালিকেরা সরাসরি উপকৃত হবেন। শুধু ঢাকা শহরে নয়; সারা দেশে আমরা এই স্বপ্নটাকে খুব দ্রুত বাস্তবে পরিণত করতে চাই।”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রুপ এমডি এবং সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “দিন বদলের এই প্রচেষ্টায় মাস্টারকার্ড ও এসএসএলকমার্জ-কে সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি যে, গ্রাহকদের অর্থ লেনদেনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই উদ্যোগ সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এসএসএলকমার্জ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে পার্টনারশীপের ভিত্তিতে কিউআর-ভিত্তিক অ্যাকসেপ্টটেন্স সুল্যশন চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এটি কার্ডহোল্ডারদের দৈনন্দিন লেনদেনকে আরো সহজ ও দ্রুততর করবে। বাংলাদেশের অগ্রযাত্রার বিশ্বস্ত পার্টনার হিসেবে মাস্টারকার্ড আগামীতেও প্রযুক্তিনির্ভর সমাধান প্রদানের পাশাপাশি আরো সহজ, স্মার্ট ও নিরাপদ ‘কনটাক্টলেস পেমেন্ট’ সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।”

এসএসএলকমার্জ সম্পর্কে:
এসএসএলকমার্জ বাংলাদেশের সর্ববৃহৎ পেমেন্ট এগ্রিগেটর এবং ফিনটেক খাতের একটি অগ্রগামী প্রতিষ্ঠান। ২০১০ সালে ই কমার্স ইন্ডাস্ট্রিকে সহায়তা করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে “এসএসএলকমার্জ”-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি ৫ সহস্রাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সহযোগিতা করেছে সেরা মানের ডিজিটাল পেমেন্ট সলিউশন প্রদানের মাধ্যমে। যার ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মোবাইল এবং ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারছে। এসএসএলকমার্জ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস অপারেটর (পিএসও) লাইসেন্স এবং আইএসও ২৭০০১ এবং পিসিআই-ডিএসএস স্বীকৃতিপ্রাপ্ত। এই প্ল্যাটফর্মটির সর্বাধুনিক প্রযুক্তির থ্রিডি সিকিউরিটি সক্ষমতা রয়েছে এবং ফ্রড মনিটরিং ও ডিটেকশন সিস্টেমস্ রয়েছে। তারা তাদের গেটওয়েতে সর্বোৎকৃষ্ট ইভি এসএসএল প্রোটোকল ব্যবহার করছে। তাদের একটি ফ্রড কন্ট্রোল টিম রয়েছে যারা সার্বক্ষণিক কাজ করছে এবং রয়েছে সেকেন্ডারি ডিজাস্টার রিকভারি সাইট সমৃদ্ধ স্বতন্ত্র ডাটা সেন্টার যার মাধ্যমে নিরবিচ্ছিন্ন সেবা ও ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড সম্পর্কে:
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় ১৯৯৯ সালে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের ভিশন বা রুপকল্প ছিল এই প্রতিষ্ঠানকে জনগণের পছন্দ ও চাহিদা অনুযায়ী যথোপযুক্তভাবে বিশ্বমানের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে এই ব্যাংকের মিশন বা উদ্দেশ্য হলো এটাকে গ্রাহকমুখী প্রতিষ্ঠানে পরিণত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা প্রদান এবং দক্ষ জনবল দিয়ে পরিচালিত করা। এই ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানী ঢাকায় অবস্থিত। বর্তমানে সারা দেশে এমটিবির ১১৯টি শাখা ও ৩১০টি এটিএম বুথ রয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক অব ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকসের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) আন্তর্জাতিক ব্যবসাও পরিচালনা করে থাকে। এমটিবি দেশের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে ‘ডিএইচএল-ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে।

মাস্টারর্কাড সর্ম্পকে (এনওয়াইএসই: এমএ): www.mastercard.com
মাস্টারকার্ড হচ্ছে বিশ্বব্যাপী একটি আধুনিক প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সুরক্ষিত, সহজ এবং গ্রহণযোগ্য লেনদেন নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিকরণ এবং শক্তিশালী ডিজিটাল অর্থিনীতির সাথে গ্রাহকদের সংযোগ স্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। সুরক্ষিত ডেটা এবং নেটওয়ার্ক এবং অংশীদারিত্বের মাধ্যমে আমাদের উদ্ভাবন এবং ডিজিটাল সল্যুশন ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, সরকার এবং ব্যবসা বাণিজ্যের সর্বোত্তম সম্ভাবনাকে পুনরুত্পাদন করতে সহায়তা করে এবংঅধিকতর সহজ, নিরাপদ ও কার্যকর করে তুলে। ডিসেন্সি কৌশেন্ট বা ডিকিউ এবং আমাদের সংস্কৃতি এবং আমাদের প্রতিষ্ঠানের অব্ভন্তরীন এবং বাইরে যা কিছু হয় তা পরিচালনা করতে সহায়তা করে। ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে জুড়ে সেবা দেয়ার মাধ্যমে আমরা একটি টেকসই বিশ্ব তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যা সবার জন্য অমূল্য সম্ভাবনা খুলে দেবে ।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

জামি-উল-হাসান
এসএসএল কমার্জ
zami.hasan@sslwireless.com
+৮৮০-১৮১৯৮৭৮৬৩০

আজম খান
এমটিবি
azam.khan@mutualtrustbank.com
+৮৮০-১৭১৩০৩২৯৯৪

মেরীলিন বৃষ্টি গমেজ
মাস্টারকার্ড
marilyn@enroute.com.bd
+৮৮০-৯৬৬৬৯৩০৯৭৫

সামিয়া সুলতানা
মাস্টহেড পিআর
samia@mastheadpr.com
+৮৮০-১৯১৭৭০৭৭৬৯

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন