MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ডিইজি-এর মধ্যে ২০ মিলিয়ন ইউএস ডলারের টার্ম লোন চুক্তি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক, ডিইজি-এর সাথে ২০ মিলিয়ন ইউএস ডলারের টার্ম লোন চুক্তি সম্পন্ন করেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনা টারফুচতে, পরিচালক, ফাইন্যান্শিয়ান ইন্সটিটিউশনস্ ইউরোপ/এশিয়া, পাথমওং গাডবোকা, সিনিয়র ইনভেস্টমেন্ট ম্যানেজার, ডিইজি, এমটিবি’র চেয়ারম্যান, এম. এ. রউফ, জেপি, স্বতন্ত্র পরিচালক, আনোয়ারুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

এমটিবি’র চেয়ারম্যান, এম. এ. রউফ, জেপি তার বক্তৃতায়, সফলভাবে চুক্তি সমম্পন্নের জন্য উভয় প্রতিষ্ঠানকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন, এর ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। ফাইন্যান্শিয়ান ইন্সটিটিউশনস্ ইউরোপ/এশিয়া’র পরিচালক, রেনা টারফুচতে তার বক্তব্যে, উভয় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশকে ক্রমাগত উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই নিরন্তর চেষ্টা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এমটিবি’র এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে। এছাড়াও তিনি এ চুক্তির মাধ্যমে কর্পোরেট এবং এসএমই গ্রাহকদের সকল প্রকারের চাহিদা পূরণ সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, এমটিবি’র স্বতন্ত্র পরিচালক, আনোয়ারুল আমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং হেড অব স্ট্রাকর্চাড ফাইন্যান্স ইউনিট, মোঃ এহ্তেশাম রহমান।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন