MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪-এ ‘বেস্ট এয়ারপোর্ট লাউঞ্জ (বাংলাদেশ)’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ডস পেল এমটিবি এয়ার লাউঞ্জ

দেশের ভ্রমণখাতের অন্যতম সম্মানজনক স্বীকৃতি হিসেবে ‘বেস্ট এয়ারপোর্ট লাউঞ্জ (বাংলাদেশ)’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এমটিবি এয়ার লাউঞ্জ। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৪-এ এমটিবি এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, সৈয়দপুর ও যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে এমটিবি’র ৮টি এয়ার লাউঞ্জ রয়েছে, যেখানে দেশি-বিদেশি যাত্রীরা যাত্রার আগে বিশ্বমানের সেবা, আরামদায়ক পরিবেশ ও নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফাহিমুল ইসলাম, সচিব, রেলওয়ে মন্ত্রণালয়। দেশের বিমান চলাচল, ব্যাংকিং এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এমটিবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার, মোঃ বখতিয়ার হোসেন, হেড অব কার্ডস, মোঃ আবু বকর সিদ্দীক, হেড অব ব্র্যান্ড এন্ড এয়ার লাউঞ্জ, মোঃ রজার ইবনে আজাদ, এবং হেড অব রিটেইল বিজনেস, তাহসিন শহীদ।

বিশ্বমানের সুযোগ-সুবিধা, আরামদায়ক পরিবেশ ও নিরবিচ্ছিন্ন সেবার কারণে এমটিবি এয়ার লাউঞ্জ ইতোমধ্যেই যাত্রীদের জন্য নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এই স্বীকৃতি এমটিবি’র সেই প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে, যার মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি দেশের বিমান ভ্রমণ খাতের মান উন্নয়নে অবদান রেখে চলেছে এমটিবি।

« নিউজ এ ফিরে যান