MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

ভিসার সহযোগিতায় এমটিবি দেশের প্রথম মাল্টিপারপাস স্টুডেন্ট কার্ড চালু করল পুন্দ্র ইউনিভার্সিটিতে

দেশব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), ভিসার সহযোগিতায়, ১০ অক্টোবর ২০২৫ তারিখে বগুড়ার পুন্দ্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেশের প্রথম মাল্টিপারপাস স্টুডেন্ট কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করে।

এই উদ্ভাবনী কার্ডটি শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি ও পেমেন্ট কার্ড—দুটি সুবিধা একত্রে প্রদান করবে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ক্যান্টিন, লাইব্রেরি এবং বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে সহজে ও নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই উদ্যোগটি স্মার্ট, ক্যাশলেস ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনের পথে এক যুগান্তকারী পদক্ষেপ, যা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের ডিজিটাল বাংলাদেশের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা এবং উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার আল এমরান, নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ ব্যাংক, বগুড়া; খালিদ হোসেন, চিফ ডিজিটাল অফিসার, এমটিবি; এবং মোঃ নাসিমুল ইসলাম, ডিরেক্টর ও হেড অব গভর্নমেন্ট এনগেজমেন্ট, সাউথ এশিয়া, ভিসা। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ হোসনে আরা বেগম, নির্বাহী পরিচালক, টিএমএসএস।

এই উদ্যোগের মাধ্যমে এমটিবি দেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল ব্যাংকিং সুবিধার সাথে পরিচয় করিয়ে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তি শক্তিশালী করতে আরও এক ধাপ এগিয়ে যাবে।

« নিউজ এ ফিরে যান