বিশ্ব সাইকেল দিবস ২০২৫ উপলক্ষে, এমটিবি ফাউন্ডেশন রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট অঞ্চলের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে। ‘স্বপ্ন সারথি’ কর্মসূচির আওতায় আয়োজিত এই উদ্যোগের মূল প্রতিপাদ্য ছিল “স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়”। এই কার্যক্রমের মাধ্যমে ছাত্রীদের স্কুলে যাতায়াতের পথ সহজ করা এবং ভৌগলিক সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব টেকসই পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করা হয়েছে।
নারীর সুস্বাস্থ্য, সমতা এবং পরিবেশবান্ধব টেকসই যাতায়াতকে উৎসাহিত করতে এমটিবি ফাউন্ডেশন বিশেষ এ দিনটি উদযাপন করেছে। এমটিবি ফাউন্ডেশন এই উদ্যোগের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩, ৪, ৫ এবং ১০ অর্জনের লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং এমটিবি’র রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট শাখার শাখা প্রধানগণ যথাক্রমে মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রশিদ ও মোঃ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।