MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

বিশ্ব পরিবেশ দিবসে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও লাল সবুজ সোসাইটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গত জুন ০৫, ২০২২ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং লাল সবুজ সোসাইটি (এলএসএস), বিশ্ব পরিবেশ দিবস ২০০০ উপলক্ষে “জলবায়ু আন্দোলনের বার্তা উচ্চারিত হোক শিশুদের কণ্ঠে” প্রতিপাদ্য বিষয়ে ‘এমটিবি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর চূড়ান্ত পর্বের আয়োজন করে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এম.পি. বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, এস এম অজিয়র রহমান। এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

‘পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন’ বিষযক এই আন্তঃস্কুল বিতর্কটি গত মে ১৬, ২০২২-এ শুরু হয়েছিল। এই বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের ৫০টিরও বেশি স্কুলের ক্ষুদে বিতার্কিকরা ভার্চ্যূয়ালি অংশগ্রহণ করেছিল। স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়াম, এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১০০০-এ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয। বিতর্কের চূড়ান্ত পর্বে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় যেখানে বিতর্কের বিষয় ছিল “১০০% নবায়নযোগ্য শক্তির চাহিদা পূরণের একমাত্র সমাধান হল জলবিদ্যুৎ”।

প্রধান অতিথি হিসেবে সৈয়দা রুবিনা আক্তার মীরা, এমপি, গত মে ১৮, ২০২২ তারিখে একটি ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত লেখক, সাহিত্যিক এবং কিশোর আলোর সম্পাদক, আনিসুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন