MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এরঅংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২০০ মিলিয়ন ইউরোর গ্রীণ ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ)-এর জন্য অংশগ্রহণমূলক একটি চুক্তি স্বাক্ষর করে। খন্দকার মোরশেদ মিল্লাত, জেনারেল ম্যানেজার, সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক এবং সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংক পরিবেশ বান্ধব কার্যক্রম বাস্তবায়নে ২০০ মিলিয়ন ইউরোর গ্রীণ ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ)-এর সঙ্গে বিদ্যমান ২০০ মিলিয়ন ইউএস ডলারের ফান্ড-এর প্রবর্তন করে। পরিবেশ বান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট (পাওয়ার সেক্টরের আওতায় সোলার এনার্জি ও রিনিউয়েবল এনার্জি সহ) অথবা গ্রীণ ক্যাপিটাল মেশিনারী ওএক্সেসরীজ (ক্রেতার ক্রেডিটের ক্ষেত্রসহ) আমদানির জন্য সকল ম্যানুফ্যাক্টারিং ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের ক্ষেত্রে ইউরোতে জিটিএফ গ্রহণযোগ্য হবে।

জিটিএফ, উপযোগী ম্যানুফ্যাক্টারিং সেক্টরূগুলোকে পরিবেশ বান্ধব অর্থনীতিতে টেকসই উন্নয়ন তরাণি¦ত করার জন্য বৈদেশিক মূদ্রার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং-এর উপর গুরুত্ব প্রদান করে।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন