MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

প্রয়াস-কে এমটিবি’র সহযোগিতা

এমটিবি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজিস)-এর সাথে সামঞ্জস্য বজায় রেখে ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়, প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চ-কে আর্থিক সহায়তা প্রদান করেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় প্রয়াস কাজ করছে। এমটিবি’র এই সহায়তা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চ-এর অটিস্টিক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ এবং তাদের জীবনযাপনের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষায় ও প্রশিক্ষণে কাজে লাগবে যেন তারা পরবর্তীতে তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারে এবং আমাদের মূলধারার সমাজে তাদের অর্থবহ অবদান রেখে এগিয়ে যেতে পারে।

ঢাকা সেনানবিাসে অবস্থিত প্রয়াস প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন এন্ড রিসাচ-এর নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, কর্নেল আনোয়ার উজ জামান-এর হাতে চেকটি হস্তান্তর করেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব সিআরএম, উসমান রাশেদ মুয়ীন। এছাড়াও এমটিবি’র হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান ও হেড অব সাস্টেইনেবিলিটি এন্ড রিস্ক গভার্নেন্স ফাংশনস্, তাহমিনা জামান খান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন