কৃষকদের সহজে অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড একটি অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের ফলে পেট্রোকেম-এর অনুমোদিত ডিলারদের কাছ থেকে কৃষি উপকরণ সংগ্রহে সারা দেশে সহজ ঋণ সুবিধা পাওয়া যাবে।
এই উদ্যোগের লক্ষ্য হলো উচ্চমানের মাইক্রো-নিউট্রিয়েন্ট সার, কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক, উদ্ভিদ বৃদ্ধিনিয়ন্ত্রক এবং বীজের পর্যাপ্ত প্রাপ্তি নিশ্চিত করে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করাই হচ্ছে এই উদ্যোগের মূল উদ্দ্যেশ্য।
দেশজুড়ে ডিলার নেটওয়ার্কের মাধ্যমে কৃষকদের সময়মতো পণ্য সরবরাহ ও সার্বিক সহায়তা প্রদান করবে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড, যা কৃষি-ঋণে নতুন মাত্রা আনবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে অবদান রাখবে।
চুক্তিটি বিনিময় করেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান এবং পেট্রোকেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সাইফ উদ্দৌলাহ। এসময় উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশনের প্রধান, আবদুল মাননান, এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান, সঞ্জীব কুমার দে এবং পেট্রোকেমের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ. শাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।