MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

কাভিড-১৯ সময়কালে সিএমএসএমই গ্রাহকদের উদ্দেশ্যে দৃষ্টান্তমূলক কার্যক্রম পরিচালনার জন্য এমটিবি’র ডিজিটাল ব্যাংকার প্রদত্ত “আউটস্ট্যান্ডিং রেসপন্স টু কোভিড-১৯” পুরষ্কার অর্জন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি কোভিড-১৯ অতিমারী চলাকালীন সময়ে সিএমএসএমই এবং কৃষি গ্রাহকদের ব্যবসায়িক কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে “আউটস্ট্যান্ডিং রেসপন্স টু কোভিড-১৯” বৈশ্বিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৩ অ্যাওয়ার্ড প্রোগ্রামে এমটিবি-কে এই বৈশ্বিক পুরস্কারটি প্রদান করে ডিজিটাল ব্যাংকার, একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ব্যাংকিং এবং ফাইন্যান্স প্রকাশনা। কোভিড-১৯ কালীন দুঃসময়ে এমটিবি ১,২৮০ সিএমএসএমই গ্রাহক ও ৪২০ কৃষি গ্রাহকসহ সর্বমোট ১,৭০০ গ্রাহককে মোট ৬,৭৭৯ মিলিয়ন টাকা ঋণ প্রদান করেছে। উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশের জন্য একটি টেকসই অন্তর্ভুক্তিমূলক ও মজবুত অর্থনীতি গড়ে তুলতে বিশেষ করে সিএমএসএমই, কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উদ্ভাবনী প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ও আগ্রহ ব্যক্ত করেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন