MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

ওয়েজ আর্নার রেমিট্যান্স বিতরণ আরো সহজ করতে এমটিবি এবং উপায়-এর যৌথ প্রয়াস

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) গত ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে একটি রেমিট্যান্স বিতরণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর কর্পোরেট হেড অফিসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং, মোঃ শাফকাত হোসেন এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়)-এর বোর্ড অব ডিরেক্টরস, এটিএম তাহমিদুজ্জামান, এফসিএস এই চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে রয়েছেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার, মোঃ বখতিয়ার হোসেন, হেড অব এমটিবি কমিউনিকেশন্স, আজম খান, ইনচার্জ অব এমটিবি এনআরবি, খন্দকার আসিফ খালেদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই চুক্তির ফলে, বিদেশে কর্মরত বাংলাদেশিরা তাদের আয় করা টাকা আরো সহজে এবং দ্রæত বাংলাদেশে পাঠাতে পারবেন। এর ফলে, তাদের পরিবার ও আত্মীয়-স্বজনরা বিদেশ থেকে পাঠানো টাকা খুব সহজে ও দ্রততার সাথে হাতে পাবেন। এই অংশীদারিত্ব আর্থিক খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এমটিবি ও উপায়-এর বিস্তৃত নেটওয়ার্ক ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে, প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিট্যান্স পাঠানো আরো সহজ, সাশ্রয়ী ও নিরাপদ হবে।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন