মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) আন্তর্জাতিকভাবে স্বনামধন্য সংস্থা ওয়ার্ল্ড বিজনেস আউটলুক (WBO) কর্তৃক “বাংলাদেশের সেরা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ২০২৫” পুরস্কারে ভূষিত হয়েছে, যা দেশের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ। এই সম্মান এমটিবি’র উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে নিরলস প্রচেষ্টার প্রতিফলন।
এমটিবি’র এই স্বীকৃতির পেছনে রয়েছে এর শক্তিশালী আর্থিক সাফল্য—২০২৪ সালে রেকর্ড মুনাফা অর্জন, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং ব্যাংকিং খাতের সামগ্রিক মন্দ ঋণ হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হার বজায় রাখা। পরপর কয়েক বছর বাংলাদেশ ব্যাংকের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর মধ্যে স্থান পাওয়ার পাশাপাশি এমটিবি ২০২৪ সালে দ্য ব্যাংকারের “সেরা ব্যাংক” পুরস্কার এবং একাধিক বছর ধরে ইউরোমনির “সেরা ডিজিটাল ব্যাংক” ও “বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির সেরা ব্যাংক” পুরস্কার ক্রমাগতভাবে অর্জন করেছে।
ডিজিটাল ব্যাংকিং সেবা প্রবর্তন, এসএমই অর্থায়ন সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে এমটিবি’র সাফল্য বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সংরক্ষণে এমটিবি’র প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম ব্যাংকের টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রতিফলন। কঠোর ঝুঁকি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে আর্থিক কার্যক্রম পরিচালনা ব্যাংকটির সুনাম আরও সুদৃঢ় করেছে।
এই অর্জন প্রসঙ্গে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “WBO’র এই সম্মান আমাদের চলমান উৎকর্ষের প্রতিশ্রুতির পরিচায়ক এবং গ্রাহক-প্রথম মানসিকতার প্রতিফলন।”
উদ্ভাবন, আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে বিশ্বব্যাপী ব্যাংকগুলোকে মূল্যায়ন করে WBO। ফলে এই স্বীকৃতি এমটিবি’র শক্তিশালী প্রাতিষ্ঠানিক সুশাসন ও দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল প্রমাণ।