MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি সিকিউরিটিজ পিএলসি ফিক্স (FIX) সার্টিফিকেশন অর্জন করেছে ডিএসই থেকে

এমটিবি সিকিউরিটিজ পিএলসি সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে FIX (Financial Information Exchange) সার্টিফিকেশন অর্জন করেছে। গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে প্রাপ্ত এই সার্টিফিকেশন এমটিবি সিকিউরিটিজকে তাদের নিজস্ব হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (OMS) চালুর সক্ষমতা প্রদান করেছে। এটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা নতুন ফিচার ও টুলসের মাধ্যমে বিনিয়োগকারীদের ট্রেডিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। এটি সম্মানিত বিনিয়োগকারীদের উন্নত ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট সেবা প্রদানে এমটিবি সিকিউরিটিজের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন।

যথাযথ প্রক্রিয়া ও অন্যান্য পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর এমটিবি সিকিউরিটিজ ফিক্স সার্টিফিকেশন পায়। ডিএসই-এর মোবাইল অ্যাপ ও ওয়েব—উভয় মাধ্যমে অনলাইন ট্রেডিং সেবা প্রদানের ফিক্স সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই-এর ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব ), চিফ টেকনোলজি অফিসার এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।

এমটিবি সিকিউরিটিজ পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ নজরুল ইসলাম মজুমদার কোম্পানির পক্ষ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। শিগগিরই “এমটিবি লেনদেন” নামের মোবাইল অ্যাপসহ ওএমএস সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

« নিউজ এ ফিরে যান