MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি বার্ষিক ট্রেড–বেইজড ফিন্যান্সিয়াল কমপ্লায়েন্স কনফারেন্স–২০২৫ অনুষ্ঠিত

ট্রেড–বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ডিসেম্বর ৬, ২০২৫ তারিখে ‘এমটিবি বার্ষিক ট্রেড–বেইজড ফিন্যান্সিয়াল কমপ্লায়েন্স কনফারেন্স–২০২৫’ আয়োজন করে। এমটিবির শাখা ও করপোরেট হেড অফিসে কর্মরত ট্রেড–সার্ভিসিং–সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সরাসরি শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং প্রায় ৩০০ জন কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান। অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সিলেকশন গ্রেডের অধ্যাপক ড. শাহ মোঃ আহসান হাবিব, যিনি ট্রেড–বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে প্রাসঙ্গিক দিকনির্দেশনা তুলে ধরেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান, উসমান রাশেদ মুঈন।
সম্মেলনটি সঞ্চালনা ও সমন্বয় করেন এমটিবি’র উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, রেইস উদ্দিন আহ্‌মাদ।

« নিউজ এ ফিরে যান