‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য “থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীদের অধিকার নিশ্চিত করি” উদযাপন করেছে।
দিবসটি পালনের অংশ হিসেবে ব্যাংকের কর্পোরেট হেড অফিসে, এমটিবি ফাউন্ডেশন কর্তৃক একটি রক্তদান কর্মসূচি আয়োজিত হয় যেখানে উল্লেখযোগ্য সংখ্যক এমটিবিয়ান অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে। এমটিবিয়ানদের কাছ থেকে সংগৃহিত রক্ত বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে। একই সাথে, সকল এমটিবিয়ানদের মধ্যে থ্যালাসেমিয়া প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং এর চিকিৎসা সম্পর্কে কার্যকর ধারণা সৃষ্টির প্রয়াসে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল আয়োজিত র্যালিতে এমটিবিয়ানদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫’ উপলক্ষে আযোজিত রক্তদান কর্মসূচি ও সচেতনতামূলক সেশনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ডাঃ এম এ মতিন ও সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা, সৈয়দ দিদার বখত্ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক, ডাঃ এ কে এম একরামুল হোসেন স্বপন এবং মিউচুয়াাল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, রেইস উদ্দীন আহ্মাদ ও মোঃ বখতিয়ার হোসেন, হেড অব গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন, শাফায়াত উল্লাহ, হেড অব গ্রুপ হিউম্যান রিসোর্স, মাসুদ মুশফিক জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সুজন বড়–য়া এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।