MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং বিকাশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং দেশের সর্ববৃহৎ ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার’, বিকাশ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, গ্রাহকবৃন্দ এমটিবি’র একাউন্ট থেকে বিকাশ একাউন্ট-এ এবং বিকাশ একাউন্ট থেকে এমটিবি’র একাউন্ট-এ ‘ফান্ড’ স্থানান্তর করতে পারবে। এছাড়াও বিকাশের গ্রাহকবৃন্দ, দেশজুড়ে এমটিবি’র যে কোন এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন এবং এমটিবি’র গ্রাহকবৃন্দও বিকাশের ওয়ালেট ব্যবহার করে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। বিকাশ লিমিটেড-এর কামাল কাদীর, চীফ এ·িকিউটিভ অফিসার এবং এমটিবি’র আনিস এ. খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এমটিবি’র সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, তারেক রিয়াজ খান, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং, মোঃ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস্, ইরফান ইসলাম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং ও আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার এবং বিকাশ লিমিটেড-এর মিজানুর রশীদ, চীফ কমার্শিয়াল অফিসার, মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ও মোঃ জাফরুল হাসান, হেড অব এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন