MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং ইউএসবি সার্টিফিকেশন-এর মধ্যে পে-রোল ব্যাংকিং সেবা বিষয়ক চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ইউএসবি সার্টিফিকেশন-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় পে-রোল ব্যাংকিং সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবি’র পে-রোল ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ মূল্য সহ ব্যাংকিং সেবা ও পণ্যের সমাহার এবং কার্ডের বৈচিত্র্য রয়েছে; উদাহরণস্বরূপ , স্যালারি অ্যাকাউন্ট, ক্রেডিট, ডেবিট এবং প্রি-পেইড কার্ড এবং বিনিয়োগের সুযোগ সুবিধা সমূহ যেমন টার্ম ডিপোজিট, মাসিক বেনিফিট স্কিম এবং ডিপিএস ইত্যাদি। এছাড়াও ব্যাংকের বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যাংকিং সল্যুশন রয়েছে যার মাধ্যমে ব্যাংকের পে-রোল গ্রাহকরা এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অর্থপ্রদান, তহবিল স্থানান্তর, বিল পরিশোধ করতে পারে।

এমটিবি’র হেড অব রিটেইল সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজি, রিটেইল ব্যাংকিং ডিভিশন, তাহসিন তাহের এবং ইউএসবি সার্টিফিকেশন-এর প্রতিষ্ঠাতা ও মহাব্যবস্থাপক, নাসরিন সেরিনকে এমটিবি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নথি বিনিময় করতে দেখা যায়। এছাড়াও এমটিবি’র হেড অব পে-রোল ব্যাংকিং (ভারপ্রাপ্ত), রশিদ আহমেদ বিন ওয়ালী ও সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, পে-রোল ব্যাংকিং ডিপার্টমেন্ট, মোহাম্মদ রুহুল নিয়ামুর রশিদ এবং ইউএসবি সার্টিফিকেশন-এর প্রকৌশলী মোঃ হাসনাত কবীর সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন