এমটিবি ফাউন্ডেশন, সম্প্রতি তাদের পরিচালিত ‘ক্রিয়েটিং অলটারনেটিভ লাইভলিহুড ফর ভালনারেবল ফিশিং কমিউনিটিজ থ্রু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ (আইজিএএ)’ কর্মসূচির আওতায় চাঁদপুর উপজেলার লালপুর ইউনয়িন ও চাঁদপুর পৌরসভার প্রান্তিক মৎস্য শিকারী সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের মধ্যে বিকল্প জীবিকার সম্পদ বিতরণ করেছে।
এই কর্মসূচির আওতায়, এমটিবি ফাউন্ডেশন হাঁস-মুরগি পালন, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে। এসব আয় সৃষ্টিকারী কর্মকাণ্ড মূলত জেলে পরিবারের নারী সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে, যাতে মাছ ধরার নিষিদ্ধ মৌসুমেও বিকল্প আয়ের উৎস সৃষ্টি হয় এবং সারা বছর আয়-উপর্জনের সুযোগ বজায় থাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সামিয়া চৌধুরী এবং সহযোগী, গোলাম রাব্বানী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল স্মৃতি সংসদ-এর নির্বাহী পরিচালক, শাহাবুদ্দিন পান্না।