MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র তত্ত্বাবধানে বেংগল হোটেলস্ এ্যান্ড রিসোর্টস্ লিমিটেডকে আইএফসি এবং এফএমও’র ৩৬ মিলিয়ন মার্কিন ডলার টার্ম ঋণ সুবিধা প্রদান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি বিনিয়োগকারি সহযোগি হিসেবে বিশ্বব্যাংক গ্রুপের আওতাধীন ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং এফএমও’র, ডাচ সরকারের একটি উন্œয়ন খাতে বিনিয়োগকারি প্রতিষ্ঠান, সাথে সার্থকভাবে যুগান্তকারী একটি চুক্তি সম্পাদন করেছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে গত ২৭-০৯-১৭ তারিখে আইএফসি, এফএমও এবং বেংগল হোটেলস্ এ্যান্ড রিসোর্টস্ লিমিটেড-এর মধ্যে ৩৬ মিলিয়ন মার্কিন ডলার টার্ম ঋণ সুবিধা প্রদান সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয।

এই সিন্ডিকেশন চুক্তির আওতায়, আইএফসি এবং এফএমও যৌথভাবে বেংগল গ্রæপের অঙ্গসংগঠন বেংগল হোটেলস্ এ্যান্ড রিসোর্টস্ লিমিটেড-এর ’সুইসসোটেল’ ব্র্যান্ডের আওতায় একটি ৩৫০ রুমবিশিষ্ট বাণিজ্যিক হোটেল নির্মাণ প্রকল্পে, ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে, অর্থায়ন করবে যেখানে এমটিবি প্রধান সমণ¦য়কারির ভ’মিকা পালন করছে।

আইএফসি’র রিজিওনাল ইন্ডাস্ট্রি হেড, ম্যানুফ্যাক্চারিং, এগরিবিজনেস ও সার্ভিস, প্যাট্রিক জে. লেহি, এবং কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান এবং নেপাল), উইন্ডি জো ওয়ার্নার, বেংগল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, মো: মোরশেদ আলম, এমপি, ভাইস চেয়ারম্যান, জসিমউদ্দীন, পরিচালক, হুমায়ুন কবির (বাবলু), এমটিবির চেয়ারম্যান, এম. এ. রউফ জেপি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, মোঃ হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধŸতন কর্মকর্তাগণ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন