MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এসএমই ফাউন্ডেশন-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এসএমই ফাউন্ডেশন-এর মধ্যে সম্প্রতি, এমটিবি’র প্রধান
কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় পাঁচ কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। এই
চুক্তির আওতায় এমটিবি উৎপাদন ও সেবা খাতের নারী উদ্যোক্তাদের কাছে “এমটিবি গুনবতী” সেবার
মাধ্যমে স্বল্প সুদে (সর্বোচ্চ ৯%) ঋণ প্রদান করবে।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান এবং এসএমই ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনা
পরিচালক শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষরিত করেন। অন্যান্যের মধ্যে, এমটিবি’র
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, মোঃ হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক
ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেল ব্যাংকিং, তারেক রিয়াজ খান,
এসএমই ফাউন্ডেশন এর ডিজিএম ও বোর্ড সেক্রেটারী, মোঃ নাজিম হাসান সাত্তারসহ উভয় প্রতিষ্ঠানের
উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন