MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ১১২তম শাখার উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) সম্প্রতি মারফত আলি ফকির টাওয়ার, মাওনা বাজার রোড, শ্রীপুর, গাজীপুর-এ ১১২তম শাখার উদ্বোধন করেছে। এমটিবি’র চেয়ারম্যান, এম.এ. রউফ, জেপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, শাখা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, এমটিবি ঢাকা ডিভিশন প্রধান, সৈয়দ রফিকুল হোসাইন, চীফ ইঞ্জিনিয়ার, মোঃ সানোয়ার হোসেন, গ্রুপ চীফ কমিউনিকেশনস্ অফিসার, আজম খান, গ্রুপ চীফ সিকিউরিটি অফিসার, মোহাম্মদ ইকরামুল গনি খান, হেড অব অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল, মোঃ রবিউল আলম, জেনারেল সেক্রেটারি, মাওনা বাজার ব্যবসায়ী সমিতি, মোঃ শাখাওয়াত হোসেন শামীম, প্রেসিডেন্ট, জাতীয় মানবাধিকার কাউন্সিল, শ্রীপুর ব্রাঞ্চ, মোঃ শফিকুল আজম, এমটিবি মাওনা শাখা ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, স্থানীয় ব্যবসায়ী, কামাল ফকির, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এমটিবি’র পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এমটিবি, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং সেবা সমূহের মাধ্যমে, মাওনার মত বাণিজ্যিক এলাকার মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বদ্ধপরিকর। তিনি একটি সফল ও সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য স্থানীয় জনগনকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে, বিভিন্ন স্থানীয় স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে, এমটিবি’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচী “স্বপ্ন সারথি”-এর আওতায় ২০টি সাইকেল বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানীয় স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি হিসেবে ’এমটিবি গিফ্ট চেক’ বিতরণ করা হয়।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন