MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ১১৫তম শাখার উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) সম্প্রতি মনোহরদী, নরসিংদীতে ব্যাংকের ১১৫তম শাখার উদ্বোধন করেছে। এমটিবি’র পরিচালক, মোঃ আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন। এছাড়াও এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, হেড অব ঢাকা ডিভিশন ব্রাঞ্চেস, সৈয়দ রফিকুল হোসেন এবং গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এমটিবি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং সেবা সমূহের মাধ্যমে মনোহরদী তথা নরসিংদীর মত বাণিজ্যিক এলাকার মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বদ্ধপরিকর। তিনি এই শাখাটির সফল ও সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগিতার জন্য স্থানীয় জনগনকে আন্তরিক ধন্যবাদ জানান।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন