MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মনোমেলা ফাউন্ডেশন-কে এমটিবি ফাউন্ডেশন-এর চেক হস্তান্তর

এমটিবি ফাউন্ডেশন মনোমেলা ফাউন্ডেশন-কে তাদের জনহিতকর কার্যক্রমসমূহ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে। তাদের কার্যক্রমগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য স্কুল পরবর্তী সময়ে ফ্রি শিক্ষা কার্যক্রম, ফ্রি হেলথ্ ক্যাম্প-এর মাধ্যমে মৌলিক স্বাস্থ সেবা প্রদান এবং চাষীদের জন্য জৈব কৃষি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় মনোমেলা ফাউন্ডেশন-এর ফাউন্ডার মোঃ আব্দুর রহিম-এর হাতে ৩ লক্ষ টাকা মানের একটি চেক হস্তান্তর করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহ্বুবুর রহমান। এছাড়াও এই অনুষ্ঠানে মনোমেলা ফাউন্ডেশন-এর কো-ফাউন্ডার, করভি মিজান এবং কো-অর্ডিনেটর, সাজ্জাদুল ইসলাম চৌধুরী এবং এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান এবং ডেপুটি হেড অব কমিউনিকেশন্স, সামিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন