MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

নওগাঁর বাদলগাছিতে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার-এর শুভ উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি নওগাঁর বাদলগাছিতে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করেছে। সহকারী কমশিনার (ভূমি ) বাদলগাছি উপজেলা, নওগাঁ, শুজিত দেবনাথ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান, হেড অব এজেন্ট ব্যাংকিং, মদন মোহন কর্মকার, এমটিবি’র বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট শাখার ব্যবস্থাপকত্রয় যথাক্রমে মো: ইফতেখার হাসান, মো: আনোয়ার হোসেন এবং মোহাম্মদ শাহ্ জালাল সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন