MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

কেরাণীগঞ্জের শাক্তায় এমটিবি’র আরশিনগর উপশাখার শুভ উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি শাক্তা, কেরাণীগঞ্জ, ঢাকায় এমটিবি আরশিনগর উপশাখার উদ্বোধন করেছে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, প্রধান অতিথি হিসেবে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে স্থানীয় সমাজপতি, হাজী মোঃ জসিম উদ্দিন এবং এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস, মোঃ খালিদ মাহমুদ খান, রিজিওনাল হেড, এমটিবি ঢাকা আউটার ১ রিজিওন, মোঃ আনিসুর রহমান, হেড অব নেটওয়ার্ক এক্সপ্যানশন ডিপার্টমেন্ট, সেলিনা আলম, শাখা ব্যবস্থাপক, মোহাম্মদপুর শাখা, ফাহমিদা আফরোজ এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান সহ সদ্য যাত্রা শুরু করা এমটিবি আরশিনগর উপশাখার ইন-চার্জ, মোহাম্মদ আল মামুন শিকদার এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন