MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি ফাউন্ডেশন এবং বিজ্কেয়ার-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ঘটনা যা কয়েক দশকে গড়ে ওঠা উন্নয়ননমূলক প্রয়াস ও প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রকৃতিকে যেমন অসহিষ্ণু করে তুলছে তেমনই প্রাকৃৃতিক দুর্যোগও ইদানিং বৃদ্ধি পাচ্ছে। দেশটির ভৌগলিক অবস্থান, প্রাকৃৃতিক সম্পদের উপর অতিমাত্রায় নির্ভরতা ও জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনশীলতার সাথে মোকাবিলা করার সীমিত সক্ষমতার কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের আওতায় বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ।

এমটিবি ফাউন্ডেশন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়, টেকসই উন্নয়নমূলক লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য বজায় রেখে বিজ্কেয়ার-কে ‘ম্যানগ্রোভ চিলড্রেন’ প্রকল্পে সহযোগিতার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং কোম্পানী সেক্রেটারী, মালিক মুনতাসির রেজার উপস্থিতিতে মহিউদ্দীন বাবর, প্রধান কার্যনির্বাহী, বিজ্কেয়ার এবং সামিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সিইও, এমটিবি ফাউন্ডেশন, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এমটিবি ফাউন্ডেশন-এর অর্থায়নে, পৃথিবীর বৃহত্তর “ম্যানগ্রোভ ফরেস্ট”, সুন্দরবনের পাশেই অবস্থিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ-এ কোলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীদের মাঝে সুন্দরবনের পরিবেশ, রক্ষণাবেক্ষন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিভিন্ন উপায়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। এই কর্মসূচীর আওতায় একটি ইকো-লাইব্রেরী ও সৌরশক্তিচালিত সেবাসমূহ পরিচালনা করা হবে।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন