MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড (বিএএফএল)-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি মাস্টার ট্রেড লোন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি’র ট্রেড সম্পর্কিত লেনদেনের বিপরীতে মার্কিন ডলার অর্থায়নে ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড সহায়তা প্রদান করবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং বিএএফএল-এর কান্ট্রি হেড, আদিল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস এন্ড অফশোর ব্যাংকিং ডিভিশন, মোঃ বখতিয়ার হোসেন ও ইউনিট হেড, ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স সার্ভিসেস ডিপার্টমেন্ট, এ.টি.এম. নেসারুল হক এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড-এর হেড অব ট্রেজারি, সাদিকউজ্জামান খান ও হেড অব কর্পোরেট ব্যাংকিং, মমতাজুল করিম এন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন