MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর মধ্যে স¤প্রতি ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয়, সাংহাই, চীন-এ এক অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর ইউনিয়নপে ক্রেডিট এবং ডেবিট কার্ড (কনটাক্ট ও কনটাক্টলেস) ইস্যু করতে পারবে। এমটিবি তার পজ ও এটিএম-এ ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর কার্ড গ্রহণ এবং ইউনিয়নপে কিউ আর কোড, পিটুপি এবং মানি এ·প্রেস-এর প্রচলন করতে পারবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনাল এই চুক্তির মাধ্যমে লেনদেন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করে।

ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর সিইও, চাই জিয়ানবো এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র মোঃ আনোয়ার হোসেন, হেড অব কার্ডসসহ ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন