MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র চিটাগং ক্লাব লিমিটেড-এর সদস্যদের মাঝে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড বিতরণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং চিটাগং ক্লাব লিমিটেড সম্প্রতি চিটাগং ক্লাব লিমিটেড-এর সদস্যদের জন্য বিশেষ সুবিধাসম্বলিত কো-ব্র্যান্ডেড ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড-এর চালু করে। এর ধারাবাহিকতায়, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান চিটাগং ক্লাব প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সুবিধাসম্বলিত প্রথম কো-ব্র্যান্ডেড ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি চিটাগং ক্লাব লিমিটেড-এর চেয়ারম্যান, মিয়া মোহাম্মদ আব্দুর রহিমের হাতে এবং পরে ক্লাব কমিটির সদস্য ও অন্যান্য সদস্যদের হাতে কার্ড তুলে দেন।

এছাড়াও এই অনুষ্ঠানে চিটাগং ক্লাব লিমিটেড-এর আল সাদাত দুবাস (সাগর), ভাইস চেয়ারম্যান এবং এমটিবি’র মোঃ খোরশেদুল আলম, হেড অব এমটিবি চিটাগং ডিভিশন ব্রাঞ্চেস্, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস, আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশনস অফিসার এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন