MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র ৫ম বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি তার ৫ম বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত করেছে। গত ২৯ নভেম্বর ২০২৫ শনিবার, ঢাকার ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত এমটিবি টাওয়ারের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে হাইব্রিড ফরম্যাটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। “অ্যাডাপটিভ রিস্ক স্ট্র্যাটেজিস: ব্যালান্সিং রেগুলেশন, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি” শীর্ষক এ বছরের থিম ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় আধুনিকতা, উদ্ভাবন, টেকসইতা ও নিয়ন্ত্রক সংগতির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিভিশন–২)-এর পরিচালক, এ. এন. এম. মইনুল কবির। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, কাস্টমার সার্ভিস অফিসারসহ ঝুঁকি ব্যবস্থাপনাসংশ্লিষ্ট মোট ৪২৫ জন অংশগ্রহণকারী এ সম্মেলনে যুক্ত হন।

সম্মেলনে বক্তারা ঝুঁকি ব্যবস্থাপনায় দ্রুততা, উদ্ভাবন, প্রযুক্তি ব্যবহার, নিয়ন্ত্রক পরিবর্তন, অপারেশনাল দক্ষতা, রিটেল ঝুঁকি কৌশল, ট্রেজারি ঝুঁকি রূপান্তর, এএমএল স্থিতিস্থাপকতা এবং অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ব্যাংকিংয়ে প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও উপস্থাপনা করেন। ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমনে অবদান রাখা কর্মকর্তাদের সম্মাননা জানাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “অ্যাডাপটিভ ঝুঁকি কৌশল গ্রহণ, প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই নীতিমালা সমন্বয়ের মাধ্যমে এমটিবি একটি শক্তিশালী, অদম্য ও ভবিষ্যতমুখী ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।”
উদ্যোগটির মাধ্যমে এমটিবি আবারও তার ঝুঁকি ব্যবস্থাপনায় দৃঢ়তা, নিয়ন্ত্রক সংগতির নিশ্চয়তা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

« নিউজ এ ফিরে যান