MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

যশোরে এমটিবি’র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির সহযোগিতায় যশোরে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেছে। এডিবি অর্থায়িত এবং অর্থ মন্ত্রণালয় বাস্তবায়িত স্কেল আপ স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)–এর আওতায় ২৫ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

উদ্যোগটি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং আনুষ্ঠানিক খাত থেকে অর্থায়ন ও আর্থিক সেবার জন্য যোগ্যতা অর্জনে সহায়তা করবে। মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, আবদুল মাননান এবং SICIP–এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, মোহাম্মদ ওয়াসিম।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান, সঞ্জীব কুমার দে । তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

« নিউজ এ ফিরে যান