বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে “ক্যাশলেস বাংলাদেশ” কর্মসূচি বাস্তবায়ন ও বাংলা কিউআর-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) লিড ব্যাংক হিসেবে বগুড়ায় দুই দিনের সেমিনার, ক্যাম্পেইন ও রোডশো সফলভাবে আয়োজন করে। এ কার্যক্রমের আওতায়, বগুড়া অঞ্চলের একুয়ারিং ও ইস্যুইং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ভিসা প্রতিনিধি, মার্চেন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের পর্যবেক্ষণ তুলে ধরেন যে, দেশে নগদ অর্থ পরিচালনার বার্ষিক খরচ ২০,০০০ কোটি টাকারও বেশি, যা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। তাঁরা দেশের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন—“নগদ ব্যবহারের পরিমাণ হ্রাস করা এবং আগামী এক দশকের মধ্যে শূন্য-নগদ অর্থনীতির দিকে অগ্রসর হওয়া।”
এই উদ্যোগের ধারাবাহিকতায়, ভিসার সহযোগিতায় এমটিবি দেশের প্রথম মাল্টিপারপাস স্টুডেন্ট কার্ড নিয়ে এসেছে, যা স্মার্ট, ক্যাশলেস ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
উভয় অনুষ্ঠান বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক, রাফেজা আখতার কান্তা পরিচালনা করেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, আরিফ হোসেন খান উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুরা এর নির্বাহী পরিচালক (বর্তমান দায়িত্বে), সরদার আল ইমরান এবং টিএমএসএস-এর নির্বাহী পরিচালক, অধ্যাপক ড. হোসনে আরা বেগম।