মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং শেয়ারট্রিপ লিমিটেড সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে এমটিবি গ্রাহকরা পাবে নানাবিধ উদ্ভাবনী ডিজিটাল সেবা। এই অংশীদারিত্বের আওতায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন ডিজিটাল পেমেন্ট সুবিধা, রেমিট্যান্স সাপোর্ট, কো-ব্র্যান্ডেড ওয়ালেট কার্ড এবং পূর্ণাঙ্গ ভ্রমণ সহায়তা।
২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে এমটিবি’র কর্পোরেট হেড অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমটিবি’র পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, চিফ ডিজিটাল অফিসার, খালিদ হোসেন, হেড অব কার্ড ডিভিশন, মোঃ আবু বকর সিদ্দিক, হেড অব রিটেইল সেগমেন্টস, তাহসিন তাহের এবং হেড অব ব্র্যান্ড, মোঃ রজার ইবনে আজাদ। শেয়ারট্রিপের পক্ষে উপস্থিত ছিলেন সিইও ও কো-ফাউন্ডার, সাদিয়া হক, ম্যানেজিং ডিরেক্টর, কাশেফুর রহমান, এসটি পে’র চিফ বিজনেস অফিসার, মোহাম্মদ তোয়েবুর রহমান, চিফ সেলস অফিসার, শিবলী সাদিক, চিফ ফিনান্সিয়াল অফিসার আরুপ রতন বড়ুয়া এবং এজিএম ও হেড অব মার্কেটিং, এমডি নাফিজ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অংশীদারিত্বের মাধ্যমে এমটিবি গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সমৃদ্ধ করতে এবং ভ্রমণ ও লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সহজ ও সুলভ করতে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।