MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি ও গ্রিন ডেল্টার যৌথ উদ্যোগে ব্যাংকাসুরেন্সের মাধ্যমে নন-লাইফ ইন্স্যুরেন্সের ডিজিটাল অনবোর্ডিং চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি যৌথভাবে ব্যাংকাসুরেন্স নেটওয়ার্কের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্সের জন্য ডিজিটাল অনবোর্ডিং কার্যক্রম চালু করেছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ এমটিবি’র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে, যার ফলে গ্রাহকরা শাখা থেকেই ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে সহজে বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন আবদুল মাননান; গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, সৈয়দ মইনুদ্দিন আহমেদ; এবং গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও, ওয়াফি শফিক মেনহাজ খান। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ব্যাংকাসুরেন্স, ডিজিটাল ও আইটি এবং ব্র্যান্ড বিভাগসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ এমটিবি ও গ্রিন ডেল্টার ব্যাংকাসুরেন্স অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে এবং সারা দেশে নিরাপদ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর বীমা সেবা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

« নিউজ এ ফিরে যান