MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

সিলেটে অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর লিড ব্যাংক পোগ্রামের অধীনে সিলেট জেলায় কর্মরত বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের জন্য ২০২৫ সালের ২৬ জুলাই তারিখে “অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর পরিচালক, মো. মোস্তাকুর রহমান এবং সভাপতিত্ব করেন এমটিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, রেইস উদ্দীন আহমাদ।

সিলেট জেলায় ৪৮ টি ব্যাংকে কর্মরত মোট ১২৩ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ মোক্তার হোসেন, যুগ্মপরিচালক, মো. মোশাররফ হোসেন এবং যুগ্মপরিচালক, মোছাঃ ফুয়ারা খাতুন প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। এমটিবি’র এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান