MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে আবারও বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃতি অর্জন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি তাদের ২০২৪ সালের কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট হতে প্রকাশিত এই তালিকাটি পাঁচটি মূল সূচকের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে—টেকসই অর্থায়ন, সবুজ পুনঃ অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা, এবং ব্যাংকিং সেবার আওতা। উল্লেখ্য, ২০২০ ও ২০২৩ সালেও এমটিবি এই সম্মানজনক তালিকায় স্থান পেয়েছিল।

এ প্রসঙ্গে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশ ব্যাংক কর্তৃক টানা দ্বিতীয়বারের মতো দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি লাভ আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। এমটিবি সবসময়ই পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, সমাজকল্যাণমূলক কার্যক্রম ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যাংকের সিএসআর কার্যক্রম বিস্তৃত। এই স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্যাংককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।”
এমটিবি’র এই অর্জন ব্যাংকটির ক্রমবর্ধমান জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিগুলোর তালিকায় একটি গৌরবোজ্জ্বল সংযোজন।

« নিউজ এ ফিরে যান