MTB Logo

ব্যাংক নিম্নোক্ত ব্যক্তি/প্রতিষ্ঠানকে এজেন্ট হিসেবে বিবেচনা করতে পারে:

  • এনজিও-এমএফআই যা বাংলাদেশ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতাভুক্ত
  • অন্যান্য রেজিস্টার্ড এনজিও
  • সমিতি নিবন্ধকরণ আইন, ১৮৬০ এর অধীনে নিবন্ধিত সমিতিসমূহ
  • এমন সমবায় সমিতি যা “সমবায় সমিতি আইন ২০০১” দ্বারা নিয়ন্ত্রিত বা এর আওতাভুক্ত
  • সরকারী অফিসসমূহের অধীনে শাখা/ ইউনিট অফিসসমূহ
  • কুরিয়ার ও মেইলিং সেবাদানকারী কোম্পানি যেগুলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় রেজিষ্ট্রিকৃত
  • “কোম্পানি আইন ১৯৯৪” এর আওতায় রেজিষ্ট্রিকৃত কোম্পানিসমূহ
  • মোবাইল নেটওয়ার্ক অপারেটরসমূহের এজেন্টগণ 
  • শহর ও গ্রামের স্থানীয় সরকারী সংস্থার কার্যালয়সমূহ
  • ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি); পোস্ট অফিসসমূহ
  • যোগ্যতার মানদণ্ড পূরণ করে সেইসব ইনস্যুরেন্স কোম্পানিগুলো
  • নির্ধারিত কর্তৃপক্ষ দ্বারা ট্রেড লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়িক সত্ত্বা
  • বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বা অনুমোদিত অন্য কোনও সত্ত্বা।

এজেন্ট বাছাইয়ের মানদণ্ড

এজেন্ট বাছাই করার সময়ে এমটিবি নিম্নোক্ত মানদণ্ড বিবেচনা করে থাকে

  • ব্যক্তি/প্রতিষ্ঠানটিকে বাংলাদেশি হতে হবে
  • এজেন্ট হতে হলে ওই ব্যক্তিকে ন্যূনতম উচ্চ মাাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের অন্য ডিগ্রী প্রাপ্ত হতে হবে, যাতে তিনি এজেন্ট ব্যাংকিং সিস্টেমের বিভিন্ন নিয়মনীতি বুঝতে পারেন। তবে কিছু ক্ষেত্রে এজেন্টের যোগ্যতার ওপর নির্ভর করে এই মানদণ্ড শিথিল করা যেতে পারে।
  • আবেদনকারীর বয়সসীম ১৮-৬৫ বছর হতে হবে। তবে কিছু ক্ষেত্রে এজেন্টের যোগ্যতার ওপর নির্ভর করে এই মানদণ্ড শিথিল করা যেতে পারে।
  • আবেদনকারীকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে।
  • ওই ব্যক্তি/প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে।
  • আবেদনকারীর নিজস্ব/ভাড়া করা স্থান থাকতে হবে যেখানে তিনি ব্যবসা পরিচালনা করবেন
  • আবেদনকারী কোনোভাবেই ঋণখেলাপি হতে পারবেন না।
  • অতীতে ফৌজদারি বা দেওয়ানি মামলায় দণ্ডিত ব্যক্তি এই পদের অযোগ্য বলে বিবেচনা করা হবে।
  • আবেদনকারীর একটি বৈধ ট্রেড লাইসেন্স এবং যথেষ্ট পরিমাণে ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে, এছাড়া ঐ এলাকায় তার সুনাম থাকতে হবে।
  • অসামাজিক কার্যকলাপে সংশ্লিষ্ট ব্যক্তিকে এই পদের জন্য অযোগ্য বলে বিবেচনা করা হবে।
  • প্রযুক্তি-ভিত্তিক আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তির পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
  • প্রতিকূল পরিস্থিতিতেও ওই ব্যক্তির সকল প্রকার দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
  • এজেন্ট ব্যাংকিং সেন্টারে নগদ টাকার হিসাব রাখতে পারার দক্ষতা আছে এমন ব্যক্তিদের অগ্রগতি দেওয়া হবে।
  • যে ব্যক্তি বা তার স্বামী/স্ত্রী কোন প্রতিষ্ঠানের পরিচালক বা সিইও পদে নিয়োজিত আছেন, বা কোন ব্যাংকিং কোম্পানিতে উল্লেখযোগ্য পরিমাণে শেয়ারের মালিক, তিনি এজেন্ট হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন (ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ সেকশন ২৬ গ) ।

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন