MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

৪% হারে এসএমই ঋণ প্রদানের লক্ষ্যেএমটিবি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ছাড়কৃত তহবিল দ্বারা ‘রিভলভিং ফান্ড’ হতে জীবনযাত্রার মান উন্নয়ন ও কোভিড-১৯মহামারীর কারণে সৃষ্ট লোকসান দ্রুত ও কার্যকরভাবে কাটিয়ে ওঠার প্রয়াসে গ্রামীণ ও প্রান্তিক মাইক্রো, ক্ষুদ্র উদ্যোক্তাদের এবংসারাদেশ জুড়ে বিভিন্ন এসএমই ক্লাস্টার ও ভ্যালু চেইনেঋণ বিতরণের লক্ষে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে মিউচুয়ালট্রাস্ট ব্যাংকলিমিটেড (এমটিবি) একটি চুক্তি স্বাক্ষর করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ,সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেনড. মো: খায়েরুজ্জামান মজুমদার, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয় এবং এ কে এম সাজেদুর রহমান খান, ডেপুটিগভর্নর,বাংলাদেশ ব্যাংক।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন।

সৈয়দ মাহবুবুররহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়ালট্রাস্ট ব্যাংকলিমিটেড (এমটিবি) এবং ড. মো. মফিজুররহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন