MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

সাহসিকতার জন্য প্রয়াত আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের পরিবারকে এমটিবি ফাউন্ডেশন-এর ১৩তম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি একজন মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় প্রয়াত আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের পরিবারকে সম্প্রতি ১৩তম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান করেছে। এই প্রতিবাদের ফলশ্রুতিতে, মে ০৫, ২০২৩ তারিখে বাগেরহাটের চিতলমারী উপজেলার গোরানালুয়া গ্রামে আব্দুল জব্বার শেখ সন্ত্রাসীদের দ্বারা নির্দয়ভাবে ছুরিকাঘাতে মৃত্যু বরণ করেন এবং রাজীব শেখ গুরুতর আহত হন।

এমটিবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালকবৃন্দ, রাশেদ আহমেদ চৌধুরী, মোঃ ওয়াকিল উদ্দিন ও আনিকা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, মোঃ শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, উসমান রাশেদ মুয়ীন এবং এমটিবি ফাউন্ডেশন-এর সিইও, সামিয়া চৌধুরী-এর উপস্থিতিতে এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে প্রয়াত আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের পরিবারের হাতে একটি করে চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, অদম্য সাহসী কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ নিঃস্বার্থ ও নির্ভীক মানুষদের এবং তাঁদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এমটিবি ফাউন্ডেশন ২০১২ সালে “ব্রেভারি এন্ড কারেজ অ্যাওয়ার্ড”-এর প্রচলন করে।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন