MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি বামেলকো সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) গত ১১ ফেব্রুয়ারী , ২০১৭-তে ব্রাক-সিডিএম, সাভারে মুদ্রা পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-এর উপর ব্রাঞ্চ এন্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স (বামেলকো) সম্মেলন ২০১৭ আয়োজন করে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজ্যান্স ইউনিট (বিএফআইইউ)-এর জেনারেল ম্যানেজার, দেবপ্রসাদ দেবনাথ, প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ অপারেটিং অফিসার, মোঃ হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সৈয়দ রফিকুল হক এবং গৌতম প্রসাদ দাস, চীফ এন্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, স্বপন কুমার বিশ্বাস, এমটিবি’র ১১১টি শাখার বামেলকোবৃন্দ, এমটিবি সিকিউরিটিজ এবং এমটিবি ক্যাপিটাল-এর কর্মকর্তাবৃন্দ এবং এমটিবি’র বিভিন্ন ডিভিশন/ডিপার্টমেন্ট-এর হেডসহ এমটিবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

২০১৭ সালে এমটিবি’র প্রতিপাদ্য “প্রটেক্ট অ্যান্ড সার্জ”-এর আলোকে, মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন-এর উপর এমটিবি’র নিয়মাবলী, সার্কুলার এবং ভবিষ্যৎ কৌশল সম্পর্কে বামেলকোদের অবহিত করাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য। প্রধান অতিথি দেবপ্রসাদ দেবনাথ, বামেলকো সম্মেলন-এর আয়োজন করায় এমটিবিকে আন্তরিক অভিন্দন জানান এবং মুদ্রা পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন সম্পর্কে সকলকে অবহিত থাকার জন্য অনুরোধ জানান। পরে সম্মেলন-এ উপস্থিত এমটিবি’র সকল কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ ব্যাংকের ফাইনন্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক নির্দেশনা মোতাবেক মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন