MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র ৩০তম এশিয়ান জুনিয়র ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জুনিয়র স্কোয়াশ খেলোয়াড়দের সাফল্যে সম্মাননা জ্ঞাপন

ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) চীনে অনুষ্ঠিত ৩০তম এশিয়ান জুনিয়র ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের জুনিয়র স্কোয়াশ খেলোয়াড়দের সম্মাননা প্রদান করে। এই চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ থেকে ২০ আগস্ট। এমটিবির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্র ক্ষণে জুনিয়র স্কোয়াশ দলটিকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, মোঃ শামসুল ইসলাম, গ্রুপ হেড অব এইচআর, মাসুদ মুশফিক জামান ও হেড অব কমিউনিকেশন ডিপার্টমেন্ট, আজম খান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন (বিএসআরএফ) থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল সেক্রেটারি, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অবসরপ্রাপ্ত)।

এছাড়াও এমটিবি সম্প্রতি চীনে অনুষ্ঠিত ৩০তম এশিয়ান জুনিয়র ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন (বিএসআরএফ)-কে সহায়তা প্রদান করেছে। এই সহায়তার মাধ্যমে বাংলাদেশের জুনিয়র স্কোয়াশ খেলোয়াড়দের জন্য তাদের প্রশিক্ষণ, ভ্রমণ ও লজিস্টিকের জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করা হয়। এই উদ্যোগটি বাংলাদেশের ক্রীডা ক্ষেত্রে উন্নয়নকে উৎসাহিত করার জন্য এমটিবি’র দৃঢ় প্রত্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান চীনে অনুষ্ঠিত ৩০তম এশিয়ান জুনিয়র ইন্ডিভিজুয়াল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিএসআরএফ ও তাদের জুনিয়র খেলোয়াড়দের অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়ে তাঁর অসীম গর্ব প্রকাশ করেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন