MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

জাইকা প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি সাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) জাইকার সহযোগিতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক একটি চুক্তি স্বাক্ষর করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান এবং বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক, মোঃ রেজাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, জাইকা বাংলাদেশ অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতাসহ সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন