MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপে বায়োমেট্রিক লগ ইন সুবিধার সংযোজন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপে বায়োমেট্রিক লগ ইন সুবিধার যুক্ত করলো। নতুন এই সংযোজনের সাথে এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ এখন আরো নিরাপদ এবং এই অ্যাপ ব্যবহারকারীরা ফেস আইডি ও টাচ আইডির মাধ্যমে অনেক সহজে ও দ্রুত অ্যাপে রগ ইন করতে সক্ষম হবেন। এমটিবি’র এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রযুক্তিগত এই উন্নয়নের উদ্বোধনের ঘোষণা করেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রæপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, মোঃ খালিদ মাহমুদ খান, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, ভারপ্রাপ্ত হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন, খালিদ হোসেন এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন